Wednesday, March 9, 2011

বসন্ত আগুনের নাম।
বিদারিত আকাশের বুকে
জ্বলে যেমনি বিদ্যুল্লেখা,
বসন্ত এলে তোমার স্মৃতি
আর তোমার অধরা হাসি
জ্বলে ওঠে আমার বুকে।
বসন্ত আগুনের নাম।

বসন্ত প্রলাপেরও নাম
রাতে তোমার হাত খুঁজি
আমার হাতের ছায়ায়,
এই ভেবে শুধু, শীত বহুদিন
হলো চলে গেছে বাক্সের ভেতরে।
অন্ধকারে অভিযান
আর লোভ, প্রবল হলেও, সখী,
শুষ্ক গ্রীষ্মকাল অনন্ত হয়ে থেকে যায়
বুকে, কন্ঠে, হৃদয়ে,
আর খোলা জানালার চারপাশে।
ছাইপাশে বেঁধে রাখি গতির জীবন।
বসন্ত প্রলাপেরও নাম, সখী।

বসন্ত মৃত্যুরই নাম আসলে
বসন্তে আগুনছাপা অক্ষর
আকাশের কন্ঠ বেয়ে নামে আসে
দিনান্তের নিস্পৃহ নৈঃশব্দের মতো,
কাতর নির্ঘুম রাত্তিরের স্বেদের মতো।
বসন্তে প্রলাপ যারা গায় পথে ঘাটে
ভটভটি বোট থেকে নিশাচর বাইকের
ছবিকাটা অবশেষের অমিলতায়,
তাদেরও বলে দেওয়াটা উচিত
শুধু এক চিলতে বিকেল
আর কাঠফাঁটা রদ্দুরের মিশ্রন
এই বসন্ত মৃত্যুরই নাম আসলে।