ওয়াল্ট হুইটম্যান এর কবিতা
হে ক্যাপ্টেন,আমার ক্যাপ্টেন
হে ক্যাপ্টেন,আমার ক্যাপ্টেন,
সেই ভয়াবহ যাত্রার আজ শেষ চরণ -
ওই জাহাজ যে সব ঝঞ্ঝা জয় করেছে
লিপ্সার ধন আজ হাতে এসেছে,
তট সন্নিকটে, কত ঘন্টা নিনাদ
অদূরেই শোনা যায়, শোনা যায়
উল্লাসের জনকন্ঠ, দুঃসাহসী জাহাজ ওই আসে!
দ্রৃঢ়তম জাহাজ ওরে!
বজ্রদেহী জাহাজ উড়ে যায় -
তবে হ্রৃদয় আমার, তিক্ত ক্ষিপ্ত হ্রৃদয় -
রক্তে স্নাত হ্রৃদয় আমার,
কোথায় আমার ক্যাপ্টেন!
ডেকের বুকে পতিত আমার হ্রৃদয়,
আমাদের ক্যাপ্টেন, নায়ক সবাকার,
শবাকার আমার নেতা - শিথিল, নিরব, নিশ্চুপ -